Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ার বালিতে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ১১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৯:৪৬ এএম

ইন্দোনেশিয়ার বালি উপকূলবর্তী উত্তাল সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১১ জন। উদ্ধার কর্মীরা নিখোঁজদের অনুসন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল বুধবার সংবাদ মাধ্যম এএফপি এ তথ্য জানায়।
জানা যায়, এ দ্বীপের পশ্চিমাঞ্চলের গিলিমানুক বন্দরের কাছে কেএমপি ফেরি ডুবির পর পর মঙ্গলবার সন্ধ্যায় পানি থেকে অনেককে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ফেরিতে ৫৭ যাত্রী ও ক্রু ছিল। ফেরিটি জাভা দ্বীপ থেকে একটি সরু প্রণালী দিয়ে যাচ্ছিল।
বালি অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান গেদা দার্মাদা বলেন, পানি থেকে সাতটি মৃত দেহ উদ্ধার করা হয়েছে এবং আরো ১১ জনের নিখোঁজ রয়েছে। ‘আমরা নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছি।’ ‘গত রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।’ এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ