Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কমলনগরে চাঁদা না দেয়ায় লঞ্চঘাট দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ৬:৫০ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বরহাট লঞ্চঘাট সন্ত্রাসী হামলায় দখলের চেষ্টা করা হয়েছে। এঘটনায় মঙ্গলবার রাতে ওই ঘাটের ইজারাদার আবুল বাছেত খোকন বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার মোক্তার হোসেনসহ ৪জন মিলে এ ঘাট দখলের চেষ্টা করে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে করুনানগর এলাকার আবুল বাছেত খোকন বিআইডব্লিউটিএ কর্তৃক চট্টগ্রাম হতে ইজারা নিয়ে সরকারের নিয়মিত শুল্ক আদায় করে আসছেন। সর্বশেষ বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ফিরিঙ্গি বাজার চট্টগ্রাম হতে ২০২২সালের ৩০জুন পর্যন্ত নবায়ন করে ঘাটের ইজারা আদায় করছেন। কিছু দিন থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছে। এবং চাঁদা না দিলে যে কোন সময় ওই লঞ্চঘাট দখল করে নিবে বলে হুমকি দেয়। এতে ইজারাদার খোকন তাদের কথার কোন কর্ণপাত না করায় সোমবার দুপরে হঠাৎ চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার আলমগীর হোসেনের ছেলে মোক্তার হোসেন তার সহযোগী শাহজান মাঝি, আমানত উল্লাহ ও মো. মিজান দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাতাব্বরহাট ঘাটে এসে ঘাট তাদের বলে দখলের চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দমকি দিয়ে চলে যায়।

মাতাব্বরহাট লঞ্চঘাটের ইজারাদার আবুল বাছেত খোকন জানান, দীর্ঘদিন থেকে তিনি সরকারের নিয়মিত শুল্ক চার্জ আদায় ঘাট ইজারার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় মোবাইলে চাঁদা দাবি করে আসছে। “আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার ঘাট দখলের পায়তারা করে।”

এদিকে মোক্তার হোসেনের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করা হলেও সে ফোন রিসিভ করেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দু’পক্ষই কিছু কাগজপত্র নিয়ে ঘাট তাদের দাবি করতেছে। এক পক্ষের একাটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। দু’পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ