বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে অটোরিকশা নালায় পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)।বুধবার দুপুর ১২টায় পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। নালায় প্রচন্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।
পাঁচলাইশ থানার উপ পরিদর্শক নুরুল আলম বলেন, বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় অটোরিকশাটি ভেসে যায়। পরে স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।