Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অটোরিকশা নালায় পড়ে চালকসহ ২ জন নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ২:৫৬ পিএম

নগরীতে অটোরিকশা নালায় পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন- সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)।বুধবার দুপুর ১২টায় পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২ নম্বর গেইটের মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। নালায় প্রচন্ড স্রোত থাকায় তলিয়ে যায় সিএনজি অটোরিকশাটি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। অটোরিকশায় চালকসহ ৫ জন ছিলেন।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক নুরুল আলম বলেন, বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় অটোরিকশাটি ভেসে যায়। পরে স্থানীয়রা ৫ জনকে উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ