নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে জাতীয় ক্রিকেট দলের ঢাকা ছাড়ার কিছুক্ষণ পরই দেশে ফিরেছেন দেশসেরা আরচ্যার রোমান সানা-দিয়া মির্জারা। বিশ্বকাপ আরচ্যারি শেষে প্যারিস থেকে মঙ্গলবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখান থেকে সরাসরি টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে যান রোমান-দিয়া। এখানেই কোয়ারেন্টিনের পাশাপাশি এ দুই আরচ্যার আসন্ন টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নেবেন।
গত মাসে সুইজারল্যান্ডের লুজান বিশ্বকাপে দিয়া মির্জা ও রোমান সানা রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য পদক জয় করেন। প্যারিস বিশ্বকাপে অবশ্য লাল-সবুজের আরচ্যাররা ব্যক্তিগত ও দলীয় কোন ইভেন্টেই খুব বেশি ভালো করতে পারেননি। তাই বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ঢাকায় নেমে প্যারিস সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ভালো করেছি বলবো না আবার খারাপ হয়েছে সেটাও নয়। কোয়ার্টারে যেতে পারলে খুশি হতাম। তবে প্যারিস বিশ্বকাপে আমাদের প্রাপ্তি রামকৃষ্ণ। সে দারুণ খেলেছে।’
জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু হবে টোকিও অলিম্পিক। এখনো ৩ সপ্তাহের একটু বেশি সময় রয়েছে মার্টিনের হাতে৷ এই সময় রোমান ও দিয়াকে নিয়ে বিশেষভাবে কাজ করতে চান তিনি। ফ্রেডরিক আরো বলেন, ‘ ঢাকায় এসেছি মাত্র। তবে আমরা অলিম্পিকের জন্য অনুশীলন শুরু করবো ১ জুলাইয়ের মধ্যেই। ইতোমধ্যে অনেক ভিডিও আমি সংগ্রহ করেছি। সেগুলো রোমান ও দিয়ার সঙ্গে বিশ্লেষণ করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।