Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রানাদাশ গংদের ভারতের হস্তক্ষেপ কামনা সরাসরি দেশদ্রোহীতা -ইসলামী আন্দোলন

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায় বাংলাদেশের হিন্দুদের স্বার্থ সুরক্ষার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনাকে সরাসরি দেশদ্রোহীতা হিসেবে আখ্যায়িত করে বলেন, যারা বাংলাদেশে বসবাস করে ভারতের হস্তক্ষেপ চায় তারা আর যাই হোক এদেশের কল্যাণকামী নয়। এধরনের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলা বিঘœ করবে, অশান্তি বয়ে আনবে। আশ্রমের একজন সেবক হত্যাকে কেন্দ্র করে প্রদত্ত তাদের বক্তব্যে চরম সাম্প্রদায়িকতা। আইনের আওতায় এনে এদের বিচার করতে হবে। কেননা, সাম্প্রতিককালে বিভিন্ন ধর্মের লোক হত্যাকা-ের শিকার হলেও অন্য কারো ব্যাপারে ঐক্য পরিষদের কোনো বক্তব্য না থাকায় প্রমাণ করে তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। তাদের বক্তব্য দেশের স্বাধীনতা-সার্বভৌমিত্বের জন্য চরম হুমকিস্বরূপ। এ ধরনের বক্তব্যের জন্য তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রানাদাশ গংদের ভারতের হস্তক্ষেপ কামনা সরাসরি দেশদ্রোহীতা -ইসলামী আন্দোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ