Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঈদগাহ নির্মাণ দাবিতে গণজমায়েত আজ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুরোনো ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে একটি কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণের দাবিতে আজ বাদ যোহর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। জাতীয় ইমাম সমাজের সভাপতি প্রখ্যাত ক্বারী মাওলানা আবুল হোসাইন, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী ও মহাসচিব খতীব মুফতি মিনহাজ উদ্দিন এক বিবৃতিতে আজকের গণজমায়েত সফল করার আহŸান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধার্মিক, নামাজী ও দ্বীনদার। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়ন উন্মুক্ত পরিবেশ ও সবুজায়নের পাশাপাশি পুরোনো ঢাকার মুসলমানদের ঈমানী দাবি সাবেক কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হিসেবে ঘোষণা দেয়া হোক। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঈদগাহ নির্মাণ দাবিতে গণজমায়েত আ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ