Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলকে রুখে দিয়ে টিকে রইলো ইকুয়েডর

ভেনেজুয়েলার বিপক্ষে পেরুর জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২১, ৭:৩৩ এএম | আপডেট : ৮:২৮ এএম, ২৮ জুন, ২০২১

কোপা আমেরিকায় ব্রাজিলকে রুখে দিয়ে আসরে টিকে রইলো ইকুয়েডর। সোমবার বাংলাদেশ সময় ভোর ৩টায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ব্রাজিলের পক্ষে ডিফেন্ডার এডার  মিলিতাওয়ে ও ইকুয়েডরের আনহেল মেনা একটি করে গোল করেন। একই সময় ব্রাসিলিয়ায় এই গ্রুপের আরেক ম্যাচে পেরু ১-০ গোলে হারায় ভেনেজুয়েলাকে।

ব্রাজিল-ইকুয়েডর ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই মাঠে নামে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি কোচ তিতের দল। টানা ১০ জয়ের পর ড্র করেছে ব্রাজিল।স্বাগতিকরা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও ইকুয়েডরের সামনে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। তাই নিজেদের সেরাটা মাঠে ঢেলে দিয়ে ব্রাজিলের জয়রথ থামিয়ে দিয়েছে ইকুয়েডর।

ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের সঙ্গে সমান তালে লড়েছে ইকুয়েডর। প্রথম ২৫ মিনিটে গোলের জন্য তারা চারটি শট নেয় প্রতিপক্ষে গোলবার লক্ষ্য করে। তবে সেভাবে ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারকে ভাবাতে পারেনি দলটি।তবে প্রতিপক্ষ রক্ষণ পর্যন্ত যেতেই যেন ঘাম ছুটে যাচ্ছিল নেইমার ও কাসেমিরোকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের।তবে তারা আক্রমণের ধারা অব্যাহত রেখে বেশ ক’টি গোলের সুযোগ তৈরি করলেও সফল হয়েছে মাত্র একবার।  

ম্যাচের ৩৭ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এসময় এভেরতনের ফ্রি কিকে উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার (১-০)। এগিয়ে থেকে বিরতিতে গেলে ফিরে এসেই যেন ভজকট পাকায় ব্রাজিল রক্ষণ। তাতে ফাঁকায় থাকা ইকুয়েডর স্ট্রাইকার আনহেল মেনা ৫৩ মিনিটে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান (১-১)। ১০ বছর পর ৫ বারের বিশ্বজয়ীদের জালে অবশেষে গোলের দেখা পায় দলটি। মাঠে নামার পরপরই গোল পেয়ে যাচ্ছিলেন ভিনিসিউস জুনিয়র। তবে ৬৭তম মিনিটে লুকাস পাকুয়েতার ক্রসে খুব কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ৮০ মিনিটে মেনার ফ্রি কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। শেষ দিকেও এসেছিল সুযোগ কিন্তু তা কাজে লাগাতে পারেনি কোনো দলই।

একই সময়ে ব্রাসিলিয়ায় শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেরু। ম্যাচের ৪৮ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে ক্যারিলোর গোলে এগিয়ে যায় পেরু। শেষ পর্যন্ত ক্যারিলোর গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

আগেই শীর্ষ স্থান নিশ্চিত করা ব্রাজিল ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। পেরু ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই ইকুয়েডর। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিলো ভেনেজুয়েলা।

 

 

 



 

Show all comments
  • Mahtab Uddin ২৮ জুন, ২০২১, ৭:৫৬ এএম says : 0
    nice
    Total Reply(0) Reply
  • Md. Moin Uddin ২৮ জুন, ২০২১, ৯:৫৮ এএম says : 0
    Very Good.
    Total Reply(0) Reply
  • Jahidul Polash ২৮ জুন, ২০২১, ১০:৫৮ এএম says : 0
    Congratulations
    Total Reply(0) Reply
  • Tarif Hasan Mehedi ২৮ জুন, ২০২১, ১০:৫৯ এএম says : 0
    খুব বেশি ভাব নিতো ব্রাজিল দলের সাপোর্টার্সগণ।এবার তাদের অহংকারে একটু হলেও ভাটা পড়েছে। নিজেদের সেরা ভাবা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়।
    Total Reply(0) Reply
  • Suyeb Ahmed ২৮ জুন, ২০২১, ১১:০০ এএম says : 0
    নেইমার ছাড়া ব্রাজিল অচল! নেইমার একা কি করবে,বেচারা একদিন রেস্ট নিচে এতেই ম্যাচের বারোটা বাজিয়ে দিল
    Total Reply(0) Reply
  • Osmangoni Molla ২৮ জুন, ২০২১, ১১:০২ এএম says : 0
    এ হাড়ে ব্রাজিলের কোন সমস্যা নেই। এখনো পর্যন্ত সবচেয়ে ভাল খেলেছে প্রিয় ব্রাজিল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ