বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কাপাসিয়ায় একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) প্রকল্পের অফিস থেকে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
২৭ জুন রবিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে উপজেলার কমপ্লেক্সে চত্বরে একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) প্রকল্প অফিসে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারীর নাম আব্দুর রহিম (৪০)। সে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর খেইকাড়া গ্রামের কবির উদ্দিন ছামিরের ছেলে।
প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী রুনা আক্তার জানান, তিনি গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত আড়াই লাখ টাকা ভ্যানিটি ব্যাগে রেখে দুপুরের খাবার শেষে প্লেট ধুতে যান। তখন ওই ব্যক্তি ব্যাগ থেকে ১০ হাজার টাকা বের করে প্যান্টের পকেটে নিয়ে খুব দ্রুত দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছিলেন। এ সময় সুফিয়া নামের এক সদস্য ঘটনাটি দেখে ফেলেন। পরে অফিসের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, ওই ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় চুরির মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।