মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩৭০ ধারাকে ফেরানো না হলে নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কাশ্মীরি নেতা মেহবুবা মুফতি। পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তার এই অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, আমি জানি এত সহজে ৩৭০ ও ৩৫ এ ধারা ফেরাবে না কেন্দ্রীয় সরকার। তবে কোথাও না কোথাও এর প্রক্রিয়া শুরু করতেই হবে। আমরা এর জন্য লড়াই করছি। মেহবুবার অভিযোগ, জম্মু ও কাশ্মীরের ওই বিশেষ মর্যাদা প্রত্যাহার করে সংবিধানের অধিকারকে খর্ব করেছে কেন্দ্রীয় সরকার। তার কথায়, সংবিধান যে অধিকার দিয়েছিল, তাকে খর্ব করা হয়েছে। নিজেদের সুবিধার জন্য সরকার কাশ্মীরের এই মর্যাদা কেড়ে নিয়েছে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। জম্মু ও কাশ্মীরের মানুষের বিশ্বাস অর্জন ও সংবিধানের মর্যাদা ফেরাতে ৩৭০ ও ৩৫ এ ধারা ফিরিয়ে দেয়া প্রয়োজন বলে জানান মেহবুবা। তার মতে, জম্মু ও কাশ্মীরের মানুষের বিশ্বাস অর্জন করা সবথেকে বেশি দরকার। না হলে, কোনো ধরণের নির্বাচনের প্রয়োজন নেই। এর আগে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেসময় কংগ্রেসসহ একাধিক দল বিজেপির সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছিল। সেই ঘটনার পর গত ২৪ জুন প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদল বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যেই এই বৈঠক আয়োজন করা হয়। এতে মোদি আশ্বাস দেন যে, কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। তবে তা দেয়া হবে সঠিক সময়ে। অপরদিকে জম্মু ও কাশ্মীরে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি। তবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার আগে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেন মেহবুবা মুফতি। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।