Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ পেল সিলেটের আলীম ইন্ড্রাষ্ট্রিজ লি:

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৭:৪৪ পিএম

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪”-এ ভূষিত হয়েছে কৃষি যান্ত্রিকীকরণের পথিকৃৎ- সিলেটী শিল্প প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ রোববার (২৭ জুন) ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয় সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজকে। আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী।

অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ