Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় প্রাণ গেল আরো ৫ জনের, আক্রান্ত ৯৯

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ৭:১২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬৭ জনে। একই সময়ে বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৯৯ জনের শরীরে। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৮২ জন রোগী হয়ে উঠেছেন সুস্থ।

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক এক প্রতিবেদনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এদের নিয়ে বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৮ জনে। এর মধ্যে সিলেট ১৬ হাজার ৫৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৪১ জন ও ২ হাজার ৮৭৮ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৯৯ জন করোনা আক্রান্ত রোগীর ৫৯ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৯ জন, হবিগঞ্জের ৮ জন ও ৭ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হয়ে উঠেছেন সুস্থ। এরমধ্যে ৬৪ জন সিলেটের, ১১ জন হবিগঞ্জের ও ৭ জন মৌলভীবাজারের। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে সিলেট ১৫ হাজার ৭৭৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জ ২ হাজার ১০৯ জন ও ২ হাজার ৫৭৯ জন মৌলভীবাজারের।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন রোগী। এর মধ্যে ৩ জন সিলেটের এছাড়া একজন সুনামগঞ্জ ও একজন মৌলভীবাজারের। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৬৭ জন। এর মধ্যে সিলেট ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং ৩৫ জন মৌলভীবাজারের।
এদিকে সিলেটের চার জেলা মিলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২৯ জন করোনা আক্রান্ত রোগী। এর ৩১১ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও ১০ জন চিকিৎসা নিচ্ছেন মৌলভীবাজারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪০ জনকে নতুন করে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ