বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৪৬২ জন। একই সময়ে বিভাগে আরও ১২২ জনের শরীরে শনাক্ত করা হয়েছে করোনাভাইরাস। এছাড়া এই চব্বিশ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ৫০ জন রোগী।
আজ শনিবার (২৬ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৯২৯ জনে। এরমধ্যে সিলেট ১৬ হাজার ৪৯১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৩৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৩৩ জন ও ২ হাজার ৮৭১ জন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ১২২ জন করোনা আক্রান্ত রোগীর ৬৪ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ ১০ জন, হবিগঞ্জের ৭ জন ও ৪১ জন মৌলভীবাজার।
একইদিনে বিভাগে নতুন করে আরও ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সকলেই সিলেটের। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯১ জন। এরমধ্যে সিলেট ১৫ হাজার ৭১২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জ ২ হাজার ৯৮ জন ও ২ হাজার ৫৭২ জন মৌলভীবাজারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। সকলেই সিলেটের বাসিন্দা। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৪৬২ জন। এর মধ্যে সিলেট ৩৭৮ জন, সুনামগঞ্জে ৩১ জন, হবিগঞ্জে ১৯ জন এবং ৩৪ জন মৌলভীবাজারের। এদিকে সিলেটের ৪ জেলা মিলে ২৯৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর ২৮১ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও ১০ জন চিকিৎসা নিচ্ছেন মৌলভীবাজারে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় বিভাগে ৪৬ জনকে নতুন করে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।