পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য প্রফেসর মোহাম্মদ আলী বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
প্রফেসর মোহাম্মদ আলী ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির দ্বায়িত্ব পালন করেছেন। তিনি বলেন চবির ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া তিনি কলা ও মানববিদ্যা অনুষদের প্রথম ডিন ছিলেন। চবি থেকে অবসরে যাওয়ার পর তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সাদার্ন ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব পালন করেন। গতকাল বাদ জুমা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-বøক জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে সেখানে তাকে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।