Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ বন্দরে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু, আহত-৩

সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ২:১১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অটোরিক্সার সঙ্গে পিক আপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত। আহত হয়েছে আরও ৩ শ্রমিক। বৃহস্পতিবার (২৪ ই জুন) বিকেলে কামতাল ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো শফিকুল ও জাহিদ। আহত খাইরুল ও অজ্ঞাত দুইজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা ওই এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক।

কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক জানান, মহাসড়কের উল্টোপথে অটোরিক্সায় করে ৫ জন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল চালক। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা শ্রমিক ও চালক সকলেই আহত হয়। তবে পিকআপভ্যানটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করে। আহত খাইরুলের অবস্থাও গুরুতর। দূর্ঘটনায় নিহত হওয়ার খবরপেয়ে কারখানার শ্রমিকরা প্রায় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার এসে তাদের বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ