বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে। খুলশীতে অটোরিকশা থেকে ড্রেনে পড়ে শরীফ উদ্দিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শরীফ পশ্চিম খুলশীর বরইবাগান এলাকার মো. আনিছের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় শরীফকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বন্দর থানাধীন সাগরপাড় এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় মো. হানিফ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত হানিফ ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকার মো. সাগরের ছেলে এবং নগরীর লোটাস আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। পুলিশ জানায় সাগরপাড়ে ঘুরতে গিয়ে ডাম্পার গাড়ির ধাক্কায় আহত হয় হানিফ। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।