Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুদের কথায় স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে ক্ষোভে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে এমনটা জানার পর তাকে ১১ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই ঘটনা ঘটেছে। এরপর অভিযুক্ত নেপালি নাগরিককে ২৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।দুবাইয়ের অপরাধ আদালত জানিয়েছে, ওই ব্যক্তি প‚র্বপরিকল্পনা করে তার স্ত্রীকে হত্যা করেছে। এজন্য তাকে ২৫ বছর কারাদন্ড দেয়া হয়েছে। আদালতের নথিতে দেখা যায়, ওই ব্যক্তি তার স্ত্রীকে ১১ বার ছুরিকাঘাত করেছিল। তার স্ত্রীর মাথা, বুক, ঘাড় এবং তলপেটে ছুরির আঘাত ছিল। আদালতের সাজা অনুযায়ী, ওই ব্যক্তিকে ২৫ বছরের জেল খাটতে হবে। কারণ আমিরাতে এটাই সর্বোচ্চ কারাদন্ড। কারাদন্ডের মেয়াদ শেষে তাকে তার দেশে ফেরত পাঠানো হবে। পুলিশের নথিতে দেখা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর এই হত্যাকান্ড ঘটে। পরে তাকে বাড়ির বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালে তিনি ওই নারীকে বিয়ে করেছিলেন। গত বছরের জুন মাসে তার বন্ধুদের কাছে ওই ব্যক্তি জানতে পারেন যে, তার স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর নিজের স্ত্রীকে কয়েকবার ফোন করেন ওই ব্যক্তি। এসময় এক ব্যক্তি ফোন ধরেন এবং তাদের বিরক্ত করতে না বলেন। ওইদিন সন্ধ্যার দিকে শেষবারের মতো তার স্ত্রীকে ফোন করেন ওই ব্যক্তি। কিন্তু তার স্ত্রী ফোন ধরেনি। এরপরই স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। তাই ছুরি কিনে স্ত্রীর বাসায় ফেরা পর্যন্ত অপেক্ষা করেন তিনি। স্ত্রী বাসায় ফিরলে তাকে কথিত অবৈধ সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি। কিন্তু তার স্ত্রী জবাব দেয়ার আগেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। এরপর স্ত্রীর রক্তাক্ত ছবির সামনে ছবি তোলেন এবং পুলিশকে খবর দেন। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ