Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমার কুচাইয়ে বিশাল কর্মী সভা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২১, ৪:০৭ পিএম

সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবে সমর্থনে মাঠে নেমেছে দলের নেতাকর্মীরা। নির্বাচনী এলাকা জুড়ে চলছে সভা, মতবিনিময় ও কর্মী সভা। সংগঠনের তৃণমুলের কমিটিগুলের নির্বাচনকে সামনে রেখে মাঠ সরব করে তুলেছে। এরই অংশ হিসেবে গতকাল ( বুধবার) রাতে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নে বিশাল কর্মী সভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগ। রাত ৯টায় অনুষ্টিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আ’লীগের সহ সাধারন সম্পাদক কবির উদ্দিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, মহানগর আ’লীগের সদস্য তাহমিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কুচাই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম, আ’লীগ নেতা নজরুল ইসলাম কামাল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশীক আলী,আ’লীগ নেতা শাহ আলী রাজা, আব্দুল বাসিত সোবা, সাদেক আহমদ, রাজু আহমদ, আহমদ আলী, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদির সাদেক, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু,সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দুলাল আহমদ,সালমান আহমদ রিমন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুবের আহমদ,ছাত্রলীগ নেতা জান্নাতুল নাইম, জামিল আহমদ তালুকদার, ইমরান আহমদ হাদী, সাদ্দাম হোসাইন, রাকিব আহমদ, আফসাল আহমদ লিপু, দেলোয়ার হোসাইন, এপলু আহমদ, ইবরাহীম খলীল, তারেক আহমদ, তালহা আহমদ, আব্দুর রহীম, নাহিদ আহমদ, হাবিবুর রহমান সাকিল, মোঃ রিয়াদ আহমদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ