Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের বাঘারপাড়ায় বিদ্যালয় বন্ধ রেখে নির্বাচনী কর্মী সভা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৯, ৫:২৫ পিএম

বিদ্যালয় ছুটি দিয়ে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

বুধবার বেলা ১২ টায় যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসান আলীর পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারি নিয়ম অনুযায়ী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাঘারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের এ্যাসেম্বেলি শুরু হয় সকাল ১০টা ১০ মিনিটে। এরপর যথানিয়মে ক্লাস শুরু হয়। বেলা ১১ টা ৩০ মিনিটের পর থেকে বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসা শুরু হয়। এরপর বেলা ১২ টায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এর কারণ হিসাবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নব কুমার সাহা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাসান আলীর পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ