Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগর ছাত্রলীগের কর্মী সভায় নৌকার জয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ৪:০৭ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতাকর্মীদের উপস্থিতিতে এক বিশেষ কর্মী সভা উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ,এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ ও প্রভাষক নির্মল চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় উপজেলা ও ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ