মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাধারণত ৩ হাজার বছরেরও বেশি সময় আগে মৃত কাউকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয় না। তবে ইতালিয়ান একটি হাসপাতালে এর ব্যতিক্রম ঘটেছে। মঙ্গলবার সেখানে প্রাচীন মিসরিয় এক মমির সিটি স্ক্যান করা হল। কাপড়ে মোড়া হাজার হাজার বছর পুরনো এই মৃতদেহগুলির পিছনে কী গূঢ় রহস্য রয়েছে, তা জানতেই এই সিটি স্ক্যান করা হয়।
প্রাগৈতাহিস মিসরীয় খুঁটিনাটি রহস্য উদঘাটনে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য এটি একটি বিশেষ উদ্যোগ। ইতালির একটি হাসপাতালে একটি মমির সিটি স্ক্যান করা হল। স্ক্যানটি করা হয়েছে এক পুরোহিতের মমির। নাম অ্যানখেখনসু। বার্গেমোর সিভিক অ্যার্কিওলজিক্যাল মিউজিয়াম থেকে মমিটি নিয়ে আসা হয় মিলানের পলিক্লিনিকো হাসপাতালে। জানা গিয়েছে, এই পুরোহিতের মমিটি প্রায় তিন হাজার বছর পুরনো। মমির দেহ নিয়ে বিস্তারিত রিসার্চের জন্য এই স্ক্যান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই মমি প্রোযেক্ট রিসার্চের ডিরেক্টর সাবিনা মালগোরা বলেন, ‘মমিগুলি এক একটি টাইম ক্যাপসুলের মতো। প্রতিটি মমিই একটি করে সংগ্রহশালার মতো।’ তিনি বলেন এই মমিটি ৮০০ থেকে ৯০০ খ্রিষ্টপূর্বাব্দের। মমির কফিনের উপর লেখা ছিল ভগবানের দূত। গবেষকরা জানাচ্ছেন, ইজিপ্টের এই পুরোহিতের শরীরের পুনর্গঠণ করে জীবন ও মৃত্যু সম্পর্কে আরও অনেক রহস্যে উদঘাটন সম্ভব। আধুনির গবেষনার ক্ষেত্রে এই রিসার্চ উল্লেখযোগ্য বলেই মনে করছেন তারা। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।