বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের সদর উপজেলার সব জায়গায় চলছে লকডাউন। জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সাধ্যমত চেষ্টা করছেন ২৩-০৬-২০২১ তারিখ জেলায় করোনায় আক্রান্ত ২৩৭ জন। সদরে আক্রান্ত ২১২ জন।
জেলা পুলিশ সদস্যরা সদর থানার অন্তত ২০/২৫ পয়েন্টে, জন চলাচলে বাঁধা, মাক্স পরতে সচেতন করা, সুন্দর আচরণে সকল লকডাউন মানতে আন্তরিক করা, সহ নানান ধরনের কথা বলে গ্রামগঞ্জের মানুষদের লোকডাউন মানাতে চেষ্টা করছেন।
তবে দায়ীকৃত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের জনতার সাথে আচারন ছিল থথেষ্ট প্রশংসনীয়।
শহরের চুনাঘাটা এলাকার ব্রীজের কাছে সকাল ৭ টা থেকে পাহারায় ছিল পুলিশ সদস্যরা গ্রাম থেকে কোন জানবাহন যেন শহরের মধ্যে ডুকতে না পারে।
এ জন্য অনেক কড়াকড়ি অবস্হায় দায়ীত্ব পালন করছেন, দায়ীত্ব প্রাপ্ত পুলিশ অফিসার ও সদস্যরা।
কেবল মাত্র সরকারী অফিস তথা হাসপাতাল,ডিসি,এএসপি, ব্যাংক, পোস্ট অফিসের ষ্টাফ, সাংবাদিক এবং এ্যাম্বুলেন্স ছাড়া শহরের কোন জানবাহন চলতে দেখা যায়নি।
শুধুমাত্র বিশেষ প্রয়োজনে হাসপাতালে রোগী আনা নেওয়ার কাজে শহরের প্রধান সড়ক ও লিংক সড়কে কিছু অটোরিক্ম ও অটো গাড়ী চলতে দেখা গেছে।
তবে চুনাঘাটা ব্রীজ থেকে কোন তরকারি বহনকারী কোন জানবাহন ও শহর থেকে গ্রামে এবং গ্রাম থেকে শহর ডুকতে দেয়নি পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সুপার আদেশ বহাল রেখে তাদের দায়ীত্ব পালন করছেন।
উল্লেখ্য, করোনার হাত থেকে সকলকে নিরাপদ রাখতে এবং সকলে সব জায়গায় মানলেও জেলার প্রধান ডাকঘর অভ্যান্তরে ছিল নারী পুরুষের উঁপচে পরা ভীর
সবাই বলবলি করছেন, জেলা সদরের সব জায়গায় চলছে লকডাউন শুধুমাত্র পোস্ট অফিসে চলছে লোকডাউন।
জানাগেল, বিগত ৩/৪ দিন যাবৎ সরকারী স্কুলের বাচ্চাদের উপবৃত্তির টাকা পেতে প্রত্যেক শিশুর মাকে মেবাইলে নগদ এক্যাউন্টের আইডি লক খুলে নতুন পাসওয়ার্ড নেওয়া নির্দেশ দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
অন্যথায় সংশ্লিষ্ট আইডির মালিক/ শিশুর মায়ের উপবৃত্তির টাকা হাতছাড়া হওয়ার সম্ভনা শতাভাগ থেকে যাবে।
যে সব মায়েরা আইডি ভুল করে একাধিক বার ব্যবহার করছেন, তাদের নগদ হিসাবের আইডি লক হয়েছে।
এই আইডি ফেরত পাওয়ার কাজ করতেই এই কষ্টের ভীর ছিলো পোস্ট অফিসে।
এই প্রতিনিধিকে, এমনটাই জানালেন নগদ হিসাবের পাবলিক রিলেশন অফিসার জাহিদুল ইসলাম সজল।
তবে শত শত,, মা,, অভিবাকের জন্য বিগত ৩/ ৪ দিন যাবৎ নগদ হিসাব খোলার গত দুই দিন ছিল একজন মাত্র লোক।
এ কারনে চরম ভোগান্তি হয়েছে উভয়ের।
যেমন কষ্ট পোহাতে হিসাব খোলা নগদের লোকের তেমনি বাহিরে বৃষ্টিতে ভিজছে এবং রোদে পুড়ছে কষ্ট ও যন্ত্রণায় ছটফট করছে বহু মা ও শিশু বাচ্চারা এ যেন মরার উপর খড়ার ঘাঁ।
এই রিপোর্ট, লেখা পর্যন্ত লকডাউনের তৃতীয় দিনের মত চলছে। আগামী আরো ৪ দিন এভাবে লোকডাউন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।