বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর সিএন্ডবির মোড় সংলগ্ন আরএমপির নির্মাণাধীন সদর দফতর প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় দুইশজন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় পুলিশ কমিশনার বলেন, লকডাউনের কারণে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। কষ্টে থাকা শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, উপ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।