বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মহানগরীর ১৮টি পেশাজীবী সংগঠনের ৪ হাজার ৬১৫জন সদস্যের জন্য সংগঠনগুলোর নেতৃবৃন্দের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা দ্বিতীয় ঢেউ গুরুতরভাবে হানা দিয়েছে। রাজশাহী মহানগরীও লকডাউনে রয়েছে। নগরীর স্বল্প আয়ের কর্মহীন মানুষের সহায়তায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে ১৮টি পেশাজীবী সংগঠনের ৪ হাজার ৬১৫জনকে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে।
মেয়র বলেন, প্রায় ১৬ মাস এই করোনা সঙ্কট অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতির শুরু থকেই সরকারী ত্রাণ সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতায় ত্রাণ তহবিল গঠন করে ব্যক্তিগতভাবে দফায় দফায় গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছি। এভাবেই সব সময় মানুষের পাশে থাকবো। আগামীতেও সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। করোনার এ সংকটকালে সকলের সহযোগিতায় আমরা একসাথে লড়বো।
উল্লেখ্য, ১৮টি সংগঠনের মোট ৪ হাজার ৬১৫জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৮ কেজি চাল ও ২ কেজি ডাল আছে। ১৮টি পেশাজীবী সংগঠনের মধ্যে দিনের আলো হিজড়া সংঘের ১০০জন, স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ সংগঠন পাশে আছি‘র ১০০ জন, রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমবায় সমিতির ২৫০ জন, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক কর্মচারী ইউনিয়নের ২০০জন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ৪০০ জন, রাজশাহী দূলপাল্লা বাস/কোচ বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২১৫ জন, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ৩০০ জন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০ জন, কিশোর ফুটবল একাডেমির ১০০ জন, বিনোদপুর বাজার সমিতির ৩০০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার সমিতি ২০০ জন, রাজশাহী জেলা মিশুক, অটোরিক্সা ও অটোটেম্পু চালক ইউনিয়নের ৩০০ জন, রাজশাহী স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ৩০০ জন, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ৩৫০ জন, মহানগর সেলুন কর্মচারী সমিতির ৩০০ জন, মহানগর হোটেল ও রেস্তোরা কর্মচারী শ্রমিক লীগের ৪০০ জন এবং মহানগর ওয়েলডিং শ্রমিক লীগের ২০০জন ও মহানগর দর্জি শ্রমিক ইউনিয়নের ২০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, কাউন্সিলর আব্দুল মমিন, কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।