Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেটিজেনদের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২১, ২:১৭ পিএম

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় দলটি। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। মহামারি করোনার কারণে এবছরও দলটি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। তুলে ধরছেন দলের ইতিহাস ও ঐতিহ্য। লিখেছেন দলটির প্রতি তাদের ভালোবাসা, প্রত্যাশা ও প্রাপ্তির কথা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ফেইসবুকে লিখেন, ‘২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী; সংগ্রাম অর্জন গৌরবের ৭২ বছর। আছে জনগণের সাথে, জনগণের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ।’

‘বাংলার দুঃখী মেহনতী খেঁটে খাওয়া সংগ্রামী মানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী; দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গণমানুষের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধনের আঁতুড়ঘর হোক বাংলাদেশ আওয়ামী লীগ।’ - ছাত্রলীগ ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রত্যাশা।

ছাত্রলীগের আরেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ, আলো ঝলমলে ভোর। বাংলাদেশ আওয়ামী লীগ,মধ্যদুপুরের শান্ত পুকুর। বাংলাদেশ আওয়ামী লীগ, স্নিগদ্ধ সন্ধ্যা, প্রশস্ত চৈতালি রাত। বাংলাদেশ আওয়ামী লীগ, অসহায়ের দিকে বাড়িয়ে দেওয়া হাত। বাংলাদেশ আওয়ামী লীগ, একজীবনের অনেক কিছু আপন-পর। বাংলাদেশ আওয়ামী লীগ, বাঙালির ইতিহাসের আঁতুরঘর। ভালোবাসি স্বার্থহীনভাবে। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ বছর সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

আওয়ামী লীগের নানা অর্জনের কথা তুলে ধরে অভিনেত্রী তানভিন সুইটি লিখেন, ‘২৩ শে জুন’ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী - ‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭২ বছর ... প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক । সুন্দর হোক আমাদের পথ চলা, পৃথিবী হোক করোনাভাইরাস মুক্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন।’

নিরব আহমেদ কামাল লিখেন, ‘আওয়াম শব্দটি উর্দু। আওয়াম অর্থ জনগণ বা জনতা। আওয়ামী লীগ মানে জনগণের দল। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭১ সালে এই দলের নেতৃত্বে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধ ছিলো একটি গণযুদ্ধ। আওয়ামী লীগ শতবর্ষ পেরিয়ে আরও শক্তিশালী হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জনগণের।’

শুভেচ্ছা জানিয়ে আনোয়ারুল ইসলাম বাপ্পি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭২ বছর পুর্তিতে দলের সর্বস্তরের সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ এবং দেশবাসীকে শুভেচ্ছা।’

এইচ এম ইকবাল লিখেন, ‘গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২ বছর, গণমানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হউক।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ