Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরবনের গল্প শুনাবেন মোহসীন-উল হাকিম

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৬:৫৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালার নবম পর্বের আয়োজন করেছে। এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মোহসীন-উল হাকিম। মঙ্গলবার জাবিসাসের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামীকাল বুধবার রাত ৮টায় ভার্চ্যুয়ালি এ কর্মশালা শুরু হবে। ‘সোর্স তৈরি ও মেইনটেইন’ বিষয়ে এবার আলোচনা করবেন তারকা সাংবাদিক মোহসীন-উল হাকিম।

জাবিসাসের সাধারণ সম্পাদক আরও বলেন, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মোহসিন-উল-হাকিম অনলাইনে সরাসরি তরুণ সাংবাদিকদের সাথে আলাপে যুক্ত থাকবেন। কিভাবে সাংবাদিকতার ক্ষেত্রে সোর্স তৈরি করতে হয় এবং সোর্স রক্ষা করতে হয় এ বিষয়ে তিনি আলোচনা করবেন। পাশাপাশি আমাদের প্রাকৃতিক সম্পদ সুন্দরবনকে জলদস্যুর কবল থেকে মুক্ত করে শান্তির হাওয়া বয়ে দেওয়ার গল্পও শোনাবেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী যে কেউ নিম্নের লিংকে প্রবেশ করে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন। লিংকঃ https://bit.ly/35G7kcm

রেজিস্ট্রেশনকারীদের ই-মেইলের মাধ্যমে অনুষ্ঠানের লিংক প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ