Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিশ্চয়তায় রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৩:৫৯ পিএম | আপডেট : ৪:৫৮ পিএম, ২৫ জুন, ২০২১

ইউরো চ্যাম্পিয়নশিপে মৃত্যুকূপ খ্যাত ‘গ্রুপ এফ’ থেকে শেষ ষোলোতে জায়গা পেতে অনেকটা শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করা পর্তুগিজরা ইউরো মিশন থেকে ছিটকে পড়বে- এমনটাও ভাবছেন অনেকে। একই সঙ্গে চলতি আসরেই দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলাদাতা হতে পারবেন কিনা সেই অনিশ্চয়তা ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।

ইউরো ২০২০-এ হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে দারুণ শুরুর পরে জার্মানদের বিপক্ষে খেই হারায় রোনালদোরা। দারুণভাবে কামব্যাক করা জার্মানরা জোড়া আত্মঘাতী গোলের পাশাপাশি আরো দুইবার পর্তুগিজদের জালে বল জড়ায়।

আগামী ২৪ জুন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে পর্তুগালকে। একই সময়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানরা। সে ম্যাচে অবশ্য ফেবারিট হিসেবেই খেলবে জোয়াকিম লোর শিষ্যরা।

অন্যদিকে, বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ফার্নান্দো সান্তোসের শিষ্যদের। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে রোনালদোরা জয় না পেলে জার্মান-হাঙ্গেরির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে জার্মানরা ড্র করলে বা জিতলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।

আর ফ্রান্সের বিপক্ষে জয় পেলে এবং অন্য ম্যাচে জার্মানরা হেরে গেলে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে পর্তুগাল। তবে ফ্রান্সের বিপক্ষে হার বা ড্র করলে বেশ ঝামেলায় পড়বে সিআর সেভেন বাহিনী।

এদিকে, ইউরো ২০২০ আসরে এখন পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বোচ্চ গোল স্কোরার হলেও আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ স্কোরার বনে যেতে আরো অপেক্ষা করতে হতে পারে তার।

চলতি আসরে ফ্রান্সের বিপক্ষে আরো দুই গোল করতে পারলে ছুঁয়ে ফেলতে পারবে ইরানি খেলোয়াড় আলী দাইয়ি’র রেকর্ড। বর্তমানে আলী দাই ১০৯ গোল নিয়ে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে আছেন, সেখানে পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদোর নামের পাশে রয়েছে ১০৭ গোল। এবারের ইউরোতে রোনালদোর পর্তুগাল শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হলে রোনালদোর অপেক্ষা আরো বাড়তে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল কাপ

১৫ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১
১৩ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ