মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সরকারি বাহিনীর সংঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবারের এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন।
মানবাধিকার কর্মীরা বলছেন, গেলো কয়েক সপ্তাহ ইদলিবে সংঘাত বেড়েছে। বিশেষ করে ইহসিম ও বারাহ অঞ্চলে হামলা চালাচ্ছে বাসার আল আসাদ বাহিনী। হতাহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সিরিয়ায় গেলো ১০ বছরের সংঘাতে প্রাণ গেছে অন্তত ৫ লাখ মানুষের। বাস্তচ্যুত হয়েছে ২ কোটি ৩০ লাখের বেশি বাসিন্দা। এর মধ্যে প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছে অন্তত ৫০ লাখ মানুষ।
আরব বসন্তের জেরে সিরিয়ায় ২০১১ সালে প্রেসিডেন্ট বাশারবিরোধী যে বিক্ষোভ শুরু হয় তা দমনে সরকার বলপ্রয়োগ করলে পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নেয়। এই গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংস্থার। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।