Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার জাবি অধ্যাপক

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৯:১৬ পিএম

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত ‘ডিজাস্টার রিলায়েন্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম।

এছাড়া এই সম্মেলনের জাবির আরও দুই অধ্যাপক ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন। তারা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ও অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

আগামী ২৪ ও ২৫ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সোমবার এই তথ্য জানান অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় দিনে একটি সেশনের তিনি কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে প্রথম সম্মেলনটিতেও অংশ নিয়েছিলেন।

এই বিষয়ে তিনি বলেন, ‘সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত গবেষকরা উপস্থিত থাকবেন। সেখানে অংশ নিতে পারাটা অত্যন্ত আনন্দের এবং একইসাথে গর্বের। এটি আমার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই সম্মানের একটি বিষয়।’

উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম গত দুই দশক ধরে পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ডারহাম বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) থেকে কমনওয়েলথ বৃত্তি প্রোগ্রাম এর অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।

তিনি ৬০০ টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, পিয়ার রিভিউ জার্নাল বইয়ে ৪০ টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। ড. তৌহিদুল ইসলাম ও ড. পল এর যৌথ সম্পাদনায় ওয়ার্ল্ড লিডিং পাবলিশিং হাউস রাউটলেজ থেকে ‘জিওগ্রাফি ইন কনসেপ্টস মেথডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস’শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবি

২১ ডিসেম্বর, ২০২২
১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ