Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরে কঠোরভাবে পালিত হচ্ছে লকডাউন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ৭:৪৯ পিএম

করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনা (রেড জোন) করে আজ সোমবার (২১ জুন) থেকে ফরিদপুর সদরসহ বোয়ালমারী ও ভাঙ্গা পৌর শহর এলাকায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। আজ সোমবার (২১ জুন) সকাল ৬টা থেকে আগামী রবিবার (২৭ জুন) রাত ১২ টা পর্যন্ত সাত দিন এই বিধিনিষেধ জারি থাকবে।

ফরিদপুর সদরসহ তিনটি পৌরসভায় সড়কে ব্যারিকেড দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে লকডাউনে বাধ্য করছে প্রশাসন। এ কাজে সহযোগীতা করছে স্থানীয় জনপ্রতিনিধিরাও।

লকডাউনের সময়ে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মার্কেট-বিপণি বিতান, মুদি দোকান, হোটেল, রেস্তোরা, টি স্টলসহ সকল ধরনের দোকান বন্ধের আওতায় রয়েছে। শুধুমাত্র কাঁচা বাজার ও হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকান খোলা রাখা যাবে।


লকডাউনের ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান বলেন, বিনা কারণে কাউকেই আমরা বের হতে দিচ্ছি না। এছাড়া শহরের প্রতিটি প্রবেশ মুখ পুলিশের কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্ট বিভাগগুলো একযোগে মাঠে কাজ করছে। তিনি বলেন, লকডাউনের সময়ে কারও যদি কোন প্রকার সাহায্যের দরকার হয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ