বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আজ পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর সমর্থকদের সাথে নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের সাথে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, আজ সকাল ৯টার দিকে মহিউদ্দিন লাভলুর সমর্থক রফিক মেম্বার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন পিকুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন গুরুতর জখম হয়। জখমদের মধ্যে রাফি (২৪),রাসমোহন এবং মিরাজ (৩৫) সালাউদ্দিন পিকুর সমর্থক।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা জানান, গুরুতর জখম ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় ৩ জনকেই বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল নয়টার দিকে ভোটকেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।