Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৩ বছরের পোষা কুকুর চ্যাম্পকে হারিয়ে শোকাচ্ছন্ন প্রেসিডেন্ট বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৯:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রিয় দুটি পোষা কুকুরের একটিকে হারিয়ে শোকাচ্ছন্ন। কুকুরটির নাম চ্যাম্প। বিবিসি জানায়, জার্মান শেফার্ড এই কুকুরটি ১৩ বছর ধরে বাইডেন ও তার স্ত্রী জিলের সঙ্গে ছিল। দীর্ঘদিনের এই সঙ্গীর মৃত্যুতে দুইজনই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। দীর্ঘ ১৩ বছরের সঙ্গী প্রিয় জার্মান শেফার্ড কুকুর চ্যাম্পকে হারিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। -বিবিসি, সিএনএন, সিবিএস নিউজ

 

বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তাদের পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে যায় চ্যাম্প ও আরেক জার্মান শেফার্ড কুকুর মেজর। বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালেও তার সঙ্গী ছিল চ্যাম্প। শনিবার প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল টুইটে এই সঙ্গীর মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোতে এবং সবচেয়ে দুঃখের দিনগুলোতে সে আমাদের সঙ্গে ছিল। আমাদের সব চাপা আবেগ অনুভূতিতেই সে ছিল সংবেদনশীল। আমরা আমাদের মিষ্টি, ভাল ছেলেটিকে ভালোবাসি। সব সময় তার কথা মনে পড়বে।“

 

“গত মাস থেকে চ্যাম্প দুর্বল হয়ে পড়লেও আমরা কেউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়াত। আনন্দে লেজ নাড়ত, নাক, কান ঘষে আদর প্রকাশ করত।” পুরোনো দিনের কথা স্মরণ করে বাইডেন ও জিল আরও বলেন, “চ্যাম্প ছোটসময় গলফ খেলতে পছন্দ করত। ডেলাওয়্যার অঙ্গরাজ্যে থাকার সময় আমাদের নাতি-নাতনিদের সঙ্গে দৌড়াতেও পছন্দ করত চ্যাম্প।” প্রিয় কুকুরের মৃত্যুতে বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, সুখে-দুঃখে চ্যাম্প আমাদের পরিবারের সাথে ছিল। আমাদের না বলা প্রতিটি অনুভূতির ব্যাপারে সে ছিল সংবেদনশীল। আমরা আমাদের মিষ্টি, ভালো ছেলেটাকে খুব ভালোবাসি। ওকে আমরা সমসময় মিস করবো। বিবৃতিতে বাইডেন চ্যাম্পের ছোটবেলার স্মৃতিচারণ করেন। ২০১৮ সালে বাইডেন চ্যাম্প আর মেজরকে দত্তক নেন।



 

Show all comments
  • Dadhack ২০ জুন, ২০২১, ১০:৩০ পিএম says : 0
    Killing millions of muslim and destroyed muslim's countries like Iraq, Afghanistan, Palestine, recently you supported Barbarian illegal occupier Zionist Israel, they destroyed Gaza and killed several Palestine, west bank Zionist Israel going inside Al-Aasa Masjid and also destroying Palestinian house on a daily basis, You people don't have heart, you people are not human being either animal. May Allah's curse upon you. Ameen
    Total Reply(0) Reply
  • Zakiul Islam ২১ জুন, ২০২১, ১০:১৯ এএম says : 0
    কুকুর প্রেমিক না হয়ে মানব প্রেমিক হউন । হাজার হাজার ফিলিস্তিনি শিশু ইস্রায়িলীরা হত্যা করছে , আপনার দেয়া অস্ত্রে ।তখন দরদ কোথায় থাকে ? মানব শিশু আগুনে পুড়ে মরে , আর আপনারা উল্লাস করেন । ফিলিস্তিনিদের হত্যা করা না কি তাদের অধিকার । লজ্জা , লজ্জা , লজ্জা , মানবতা , তুমি কি হোয়াইট হাউজ থেকে বিদায় নিয়েছো ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ