মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক কিশোরীকে মদ খাইয়ে অর্ধনগ্ন করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ওই কিশোরী এখন লজ্জায় ও ভয়ে বাড়িতে লুকিয়ে থাকছে। এদিকে এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের জলপাইগুড়ি ধুপগুড়ি এলাকায়। জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীর বাবা-মা দুজনই সাফাইকর্মী। তারা নিয়মিত মদ্যপান করেন। ওই কিশোরী বেশিরভাগ সময়ই ধুপগুড়ি ব্লকের গাদং ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিমা সরকারের স্বামী পার্থর বাড়ি ও দোকানেই থাকতো। বিভিন্ন কাজও করে দিতো। কদিন আগে দুপুরে বাড়ি গিয়ে কিশোরীকে নিয়ে একটি ভিডিও তৈরি করতে চায়। এতে অবশ্য পার্থর স্ত্রী আপত্তি তুলেছিল। কিন্তু সে আপত্তি শুনেইনি। বরং দুজনকেই জোর করে মদ খাইয়ে কিশোরীকে তার গায়ের পোশাক খুলতে বলা হয়। কিশোরী রাজি না হওয়ায় চড়-থাপ্পড় মারে পার্থ। এছাড়াও জানা গেছে, কিশোরীকে লাঠিপেটা করে হুমকি দেয়। কিশোরী বাধ্য হয়েই শরীরের সকল পোশাক খুলে আর পার্থ তা মোবাইলে ভিডিও করে। জি-নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।