Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ যৌন নির্যাতনের শিকার মিসরের নারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নারীর প্রতি সহিংসতা একবিংশ শতাব্দীর একটা অন্যতম সমস্যা। যদিও বিশ্বজুড়ে সরকার, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে রক্ষণই যখন ভক্ষক হয়ে ওঠে তখন পরিস্থিতি সত্যিই নাজুক হয়ে পড়ে। ঠিক এভাবেই রক্ষকের কাছেই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মিসরের নারীরা। সম্প্রতি মিসরের নারীদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ বিষয়টি সামনে এসেছে। সরকারি কর্মকর্তাদের কাছে, পুলিশ স্টেশনে, কারাগারে এমনকি হাসপাতালেও যৌন নির্যাতনের শিকার হওয়ার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন দেশটির নারীরা। মিসরের নারীরা যৌন নির্যাতনের বিষয়টি সামনে এনে তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ায় তাদের গ্রেফতারও করা হয়েছে। যেসব কর্মকর্তারা ন্যায়বিচার এনে দেওয়ার দায়িত্বে ছিলেন, তারাই উল্টো নারীদের ওপর যৌন নির্যাতন চালান বলে অভিযোগ আছে। তবে মিসরের নারীরা তাদের ওপর হওয়া যৌন নির্যাতনের বিষয়টি প্রকাশ করতে ভয় পান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন নারী তাদের ওপর হওয়া যৌন নির্যাতনের ব্যাপারে মুখ খুললেও অনেকেই নিজের আর পরিবারের সদস্যদের জীবননাশের ভয়ে বিষয়টি চেপে গেছেন। মিসরের নারীরা পুলিশ স্টেশন, হাসপাতাল, কারাগারে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। পুলিশ ও কারারক্ষীরা রুটিন চেকআপের সময় নারীদের যৌন হেনস্থা করেছেন।এমনকি কুমারিত্ব পরীক্ষার নামেও সরকারি চিকিৎসকরা যৌন নির্যাতন করেছেন বলে প্রমাণ আছে। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভয়াবহ যৌন নির্যাতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ