বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নসগরীর টোল রোডে ট্রাকের সঙ্গে সংঘর্ষে কন্টেইনারবাহী লরির হেলপার নিহত হয়েছেন। রোববার দুপুরে পাহাড়তলী থানার কাট্টলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আরিফ (২২)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল বগাবিল এলাকার বাসিন্দা নুরুল আবছারের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে টোল রোড ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাচ্ছিল একটি লরি। গাড়িটি কাট্টলী এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন আরিফ। চমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।