Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেকুয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহত -১১

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৪:৪৮ পিএম

পেকুয়ায় সানলাইন গ্রুপের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ছাবের আহমদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ১০জন আহত হয়ছেন।

রবিবার (২০জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কস্থ এলাকায় মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।

নিহত ছাবের আহমদ কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ লাল ফকির পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও যা সরকারি হাসপাতালে ভির্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাহমুদুল করিম জানান, মগনামা হয়ে চট্টগ্রাম আর চট্টগ্রাম হয়ে মগনায় যাচ্ছিলো সানলাইনের ওই দুইটি বাস। বারবাকিয়াস্থ কাদিমাকাটার পয়েন্টে আসা মাত্র ফাঁকা জায়গায় কোন কারণ ছাড়ায় দুইটি বাস মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে। দ্রুত স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির ভিতর আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে এক বৃদ্ধ মারা যায়। পালিয়ে যায় দুইটি গাড়ির চালক আর সহকারি।

এদিকে ঘটনার পরপর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবো বেশ কিছু যাত্রীকে নিরাপদ অবস্থানে নিয়ে যায়। জব্দ করে দুইটি গাড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, নিহত বৃদ্ধ ছাবের আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ