Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ২০, থানায় মামলা, মেম্বর প্রার্থীসহ আটক ৩

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ৩:২৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বর প্রার্থীর সমর্থদের মধ্যে শনিবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন, আল-আমিন মিস্ত্রী ও মিরনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানাযায়, নির্বাচনী প্রচারনার শেষ দিনে শনিবার দিবাগত রাত ১০ দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন হাওলাদার (ফুটবল) এর সমর্থকরা প্রতিদ্বন্ধি পিরু শিকদারের (তালাচাবি) প্রচরণার মাইক ভাংচুর করে। এ ঘটনায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। সংঘর্ষে পেরু শিকদারের সমর্থক কামাল হোসেন (৪৫), রুহুল আমিন (৪৭), শহিদুল ইসলাম বাবুল শিকদার (৪৫), ফারুক শিকদার (৪৫) ও রাজ্জাক হোসেন রাজু (২২) আহত হয়। অপরদিকে মেম্বর প্রার্থী মোদাচ্ছের হোসেন (৬২) ও তার কর্মী আমির হোসেন (৫৬), আল-আমিন (২৮), হানিফ (৪৫), মিলন (২৫), মুছা (২১), এমাদুল হক (৫০), শামসুল আলম (৬০), জহিরুল শিকদার (২৫) ও হারুন-অর-রশিদ (৬৫) সহ ২০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আমির হোসেন, হানিফ, কামাল হোসেন, ফারুক শিকদার ও রাজ্জাক হোসেন রাজুকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থাননান্তর করা হয়েছে।
এঘটনায় পেরু শিকদার তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোদাচ্ছের হোসেনসহ ৩১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল বলেন, ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের সংর্ষের ঘটনায় এক প্রার্থীসহ তিন জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ