Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গান-গ্রন্থে সিঙ্গাপুর প্রবাসীদের মুগ্ধ করলেন তানভীর তারেক

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ১৩ই মার্চ সিঙ্গাপুরে বাংলাদেশী প্রাক্তন মেধাবী ছাত্রদের সংগঠন ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর-এ প্রথমবারের মত আয়োজন করা হয় নবীনবরন অনুষ্ঠান। অনুষ্ঠানে এম এইচ জিকুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংঠনের সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি আবু ইউনুস , কোষাধ্যক্ষ তাহের সাগর সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানের আমন্ত্রতি অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা সাহিদুজ্জামান টরিক। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সঙ্গীতানুষ্ঠান ও আলাপন। সঙ্গীতানুষ্ঠানের গানগল্প পর্বের পুরো সময় জুড়ে গান পরিবেশন করেন প্রতিভাবান উপস্থাপক, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী তানভীর তারেক ও সিঙ্গাপুরে মিউজিকে অধ্যায়নরত ও কণ্ঠশিল্পী রুবেল। গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য স্মৃতি তুলে ধরে তারা দর্শকদের মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ তানভীর তারেকের হাতে একটি স্মারক সম্মাননা তুলে দেন। এছাড়া গানের মাঝে তানভীর তারেক এর লেখা ভ্রমনগদ্য উড়াল পাখির পান্ডুলিপি’র সিঙ্গাপুরে প্রকাশনা অনুষ্ঠান হয়। গ্রন্থটি সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশীদের জন্য বিপনণের দায়িত্ব নেন সিঙ্গাপুর-বাংলাদেশ সোসাইটির কর্তাব্যক্তি সাহিদুজ্জামান টরিক। সর্বশেষে কমিটির সদস্য আনোয়ার হোসেনের সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে তানভীর তারেক বলেন, আমার কাছে, এটি সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। কারণ সিঙ্গাপুরের মতো ব্যস্ত শহরে আমার গান-কিছু কথার পাশাপাশি আমার বইটি নিয়ে এ ধরণের আয়োজনের জন্য অমি কৃতজ্ঞ ডিএমইএবিএস-এর কাছে। বিশেষ করে সিঙ্গাপুরে বাঙালী কমিউনিটির অধিকাংশ নেতৃস্থানীয়দের উপস্থিতিতে এমন আয়োজনে বাংলা গান আর কথার আসরটি ছিল সত্যিকার অর্থেই অনবদ্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের আরেক সদস্য মাহমুদুন হাসান জিকু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান-গ্রন্থে সিঙ্গাপুর প্রবাসীদের মুগ্ধ করলেন তানভীর তারেক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ