গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, অনাকাক্সিক্ষত ও অনমনীয় মনোভাবে সৃষ্ট রাজনৈতিক দ্ব›েদ্ব শুধু জাতীয় ঐক্য, উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ব্যাহত হবে না, বরং দেশ প্রতিহিংসার অনলে নিক্ষিপ্ত হবে। এই রাজনৈতিক দ্ব›দ্ব একদিন সকলের জন্যেই গলার ফাঁস হয়ে দাঁড়াতে পারে। একগুঁয়েমি দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল এবং ভিন্ন খাতে প্রবাহিত হওয়া বিচিত্র নয়। আর রাজনৈতিক দ্বদ্বের কারণে দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রক্রিয়া ব্যাহত পারে। জাতীয় জীবনে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তুতি গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুশীলনের লক্ষ্যে সকল দলের জন্যে সমানুক‚ল ময়দান তৈরির উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। তিনি গতকাল সকালে নেজামে ইসলাম পার্টির নিয়মিত সাপ্তাহিক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সহ-সভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশে বিরাজমান আর্থ-সামাজিকও রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মাওলানা একেএম আশরাফুল হক, ইসলামী যুব সমাজের মণির হোসেন, সৈয়দ মুহাম্মদ আহসান, মাওলানা আনোয়ার হোসেনস, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আবদুল্লাহ আল-মাসুদ ও মহাসচিব মোঃ নুরুজ্জামান প্রমূখ। সভায় কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি, আলেম-উলামাদের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহার, আলিয়া মাদ্রাসা শিক্ষার সিলেবাস যৌক্তিককরন, মাদ্রাসায় সহশিক্ষা ও এক-তৃতীয়াংশ মহিলা শিক্ষিকা নিয়োগের বিধান বাতিল, ইসলাম সম্পর্কে অবমাননাকর উক্তির দায়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানানো হয়। সভায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিল সফল করার জন্যে কাজ করতে পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।