বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ১ নবজাত শিশু, তার মা ও নানি মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
নিহতরা সবাই একটি সিএনজি অটো রিকশার
যাত্রী।
বেলা ১০ টার দিকে এই ঘটনার বিবরণ দিয়ে শিবগঞ্জ উপজেলার ফায়ার স্টেশনের কর্মকর্তা
বেলজার হোসেন জানান,বগুড়ার শিবগঞ্জ থেকে বগুড়াগামী একটি সিএনজি অটোরিকশা
খুব সকালে (বগুড়া -থ ১১-১৭৪১) নিহতদের নিয়ে যাওয়ার পথে বগুড়া রংপুর মহাসড়কের হাতিবান্ধায় বিপরীত গামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পতিত হয়।
আহসান এন্টারপ্রাইজ নামের ওই বাসটির ( ঢাকা -মেট্র ব- ১৫৫৭৭৫) ধাক্কায় দুমড়ে মুচড়ে
যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সদ্য প্রসুত ১ শিশু, তার মা ও নানি।
সিএনজি চালক ও অপর ২ যাত্রী সহ বাসটির ১৫ জন যাত্রী আহত হয়।
নিহত তিন জনের পরিচয় বলতে পারেনি হাইওয়ে পুলিশ। তবে তারা বলেছেন, শিশুটি সিজারিয়ান বেবি। শিশুটির মা ফলোআপ চিকিৎসার প্রয়োজনে বগুড়ায় যাচ্ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।