বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজ থাকার প্রায় ৮দিন পর ইসলামি বক্তা মো. আফছানুল আদনান (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) ফিরে আসায় স্বস্তি দেখা গেছে সোশাল মিডিয়ায়। ফিরে আসার পর এখন তিনি রংপুরে পুলিশ হেফাজতে আছেন। আবু ত্ব–হার সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও একই সময় নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে বলে জানা গেছে।
আদনানের ফিরে আসার খবর প্রকাশ হতেই নেটিজেনরা স্বস্তি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকেন। তবে এতদিন তিনি কোথায় কিভাবে ছিলেন সেই রহস্য জানার প্রবল আকাঙ্খা জানিয়েছেন বেশিরভাগ মানুষ। আর কোনোদিনও সেই রহস্য উম্মোচন হবে কিনা তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার আদনানের মা আজেরা বেগম ছেলের সন্ধান পেয়েছেন বলে জানান। রংপুর এলাকার বাবুখা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালি থানা নেওয়া হয়।
আদনান ফিরে আসায় স্বস্তি প্রকাশ করে জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ ফেসবুকে লিখেছেন, ‘ত্বহার ফিরে আসার ছবি। এক সপ্তাহ সে কোথায়, কেন, কিভাবে ছিলো জানতে চাই না। কারণ সঠিক কারণ এ মূহুর্তে জানা যাবে না। ত্বহাও বলতে পারবে না। এখন হয়তো সে তোতা বুলি বলবে। তবে একদিন নিশ্চয়ই জানবে জাতি। ত্বহা ফিরে এসেছে এতেই দেশবাসী খুশী। ধন্যবাদ জানাই নেটাগরিকদের, যাদের সম্মিলিত প্রতিবাদে ত্বহা ফিরে এসেছে।’’
কাজী মজিবুর রহমান লিখেছেন, ‘‘ঘটনার ৯ দিনে সন্ধান মিলেছে নিখোঁজ হওয়া আবু ত্ব হা আদনান ভাইয়ের আলহামদুলিল্লাহ। তবে ঘটনা এতেই যেন শেষ না হয়, আমরা চাইব এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে জনগণের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।’’
হাসিবুল রহমান লিখেছেন, ‘‘খোঁজ মিলেছে আবু ত্ব-হার। আসল ঘটনা কোনটা? তবে তাকে পাওয়া গেছে সেটাই তার স্বজন-পরিজন-প্রিয়জনদের জন্য সবচেয়ে বড় স্বস্তির।’’
মোঃ আবু বক্কর লিখেছেন, ‘‘নিখোঁজের আট দিনের পর ফিরলেন ত্ব-হা। কিন্ত আট বৎসর অতিবাহিত হওয়ার পর ও ইলিয়াস আলীর সন্ধান পাওয়া যায়নি,অবিলম্বে জনতার নেতা এম ইলিয়াস আলী কে ফিরত চাই।’’
মিজানুর রহমান লিখেছেন, ‘‘সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহতায়ালার নিকট। ধন্যবাদ জানাচ্ছি সে সমস্ত ভাইদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে উনাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’’
হোমাইরা আক্তার জুই লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ , বিগত প্রতিটাদিন এরকম খবরের অপেক্ষায় ছিলাম। অবশেষে আল্লাহ সকলের দোয়া কবুল করেছেন। লাখো শুকরিয়া আল্লাহর কাছে।’’
উল্লেখ্য, ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব–হা আদনান। তাঁর খোঁজ না পেয়ে তাঁর মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৮ দিন পর পাওয়া গেল ত্ব–হাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।