পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ করোনা ভ্যাকসিন। গতকাল শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি তার দফতরে টিকাগুলো গ্রহণ করেন। এসময় টিকা গ্রহণকারী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। টিকার চালানটি একটি ফ্রিজার ভ্যানে করে ঢাকা থেকে আনা হয়। এরপর এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, আজ শনিবার অথবা আগামীকাল রোববার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। তিনি বলেন, সিনোফার্মের এ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হবে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের এক মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেয়া হবে। মেডিক্যাল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধীকার পাবেন।
গত ৩১ জানুয়ারি প্রথম দয়ায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরী ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে। পরে গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসে এবং ৭ ফেব্রুয়ারী থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।