Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের জন্য ১০ ট্রাক খাদ্য ও শিক্ষা উপকরণ তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৮ এএম

ফিলিস্তিনিদের জন্য ১০ ট্রাকভর্তি খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ইসরাইলি নিপীড়নের শিকার ভুক্তভোগীদের সহায়তা করতে বছরব্যাপী উদ্যোগের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হবে। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়। তার্কিশ রেড ক্রিসেন্টের প্রধান কেরেম কিনিক মিসরে গিয়ে গাজায় সহায়তা ত্বরান্বিত করার জন্য অসংখ্যবার বৈঠকে বসেন। ইতোমধ্যে ফিলিস্তিনিদের চাওয়া অনুযায়ী দুটি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, কায়রো থেকে ১০ ট্রাকভর্তি সহায়তা দ্রæত ফিলিস্তিনে পৌঁছে দেওয়া হবে। তার্কিশ রেড ক্রিসেন্ট ইসরাইলি হামলায় আহতদের সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান কিনিক। তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনিদের সহায়তা করে যাব। ১০ ট্রাকের মধ্যে ছয়টিতে রয়েছে দুই হাজার ফুড পার্সেল এবং বাকিগুলোতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া শিক্ষা উপকরণ, হাইজিন কিট, খেলনা এবং মেডিকেল সরঞ্জাম রয়েছে। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ