বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় ৮১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৭১ শতাংশ। একই সময়ে বিভাগে করোনায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সর্বোচ্চ শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ৩৪৩ জন। চাঁপাইনবাবগঞ্জে ৫৬, নওগাঁয় ১২৫, নাটোরে ১২০, জয়পুরহাটে ৬৬, বগুড়ায় ৪১, সিরাজগঞ্জে ২৭ ও পাবনায় ৩৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ৪২৬। রাজশাহী জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১২ হাজার ৯৬৪ জন। এরপর বগুড়ায় ১২ হাজার ৬৫৪, সিরাজগঞ্জে ৩ হাজার ৯১৪, পাবনায় ৩ হাজার ৪৩৩, চাঁপাইনবাবগঞ্জে ৩ হাজার ৩০৬, নওগাঁয় ৩ হাজার ১৯৫, জয়পুরহাটে ২ হাজার ৫১৪ ও নাটোরে ২ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হলেও শনাক্ত বেড়েছে। আগের দিন নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৫৮ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৭১ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬, বগুড়ার ৪, রাজশাহী ও নওগাঁর ২ জন করে এবং নাটোরের ১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ৬৮৭। সর্বোচ্চ ৩৩১ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ জন মারা গেছেন রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জে ৮৩, নওগাঁয় ৫৬, নাটোরে ৩৯, জয়পুরহাটে ১৫, সিরাজগঞ্জে ২৭ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।