বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি দলীয় সংসদ সদস্য ও হুইপ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘প্রদীপের ফাঁসি হলে হত্যা করার আগে সৌমেন ১০০বার চিন্তা করতো।’ কুষ্টিয়ায় প্রকাশ্যে সড়কের পাশে নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
রবিবার বিকেল সাড়েটার দিকে রুমিন ফারহানা তার টুইটারে লিখেন, ‘৬ বছরের ছেলেটাকেও ধরে গুলি করে মারল এএসআই পুলিশ সৌমেন! যদি প্রদীপ কিংবা আকবরের ফাঁসি হত তাহলে কোন নাগরিক হত্যা করার আগে ১০০ বার চিন্তা করত।’
এই টুইটের নিচে তার বক্তব্যকে সমার্থন জানিয়ে অনেকে অনেক মন্তব্য করেন। হাবিব তালুকদার লিখেন, ‘আগে ছিল দেশের মালিক জনগণ, এখন বর্তমানে দেশের মালিক পুলিশ প্রশাসন; তারা মারতেই পারে।’
আফিফা ইসলাম ইলেনা নামে আরেকজন লিখেন, ‘বিচারহীনতার কারণেই আজ দেশের এই অবস্থা।’ আসাদুজ্জামান রকির মন্তব্য, ‘এই দেশে সব খারাপ কাজই সম্ভব।’
টুইটটির স্ক্রিনশর্ট নিয়ে অনেকেই অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। সেখানে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
নীরা হক নামে একজন ফেইসবুক ব্যবহারকারী লিখেন, ‘প্রদীপ-সৌমেন এই একই গোত্রভুক্ত লোকগুলো একের পর এক ভয়ংকর অন্যায়-অপরাধ করে যাচ্ছে, কিন্তু তাদের কোন শাস্তি হচ্ছে না। এটা খুবই উদ্বেগের বিষয়। স্বাধীন দেশে আমরা কি তাহলে পরাধীন!’
‘এখন মনে হচ্ছে আবার আমাদের সোচ্চার হতে হবে। তবে এবার প্রদীপ-সৌমেনদের বিরুদ্ধে। না হলে এরা এই দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলবে।’ - আমিনুল ইসলামের মন্তব্য।
প্রশাসন ও সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে কাওসার আহমেদ লিখেন, ‘আপনাদের প্রতি আকুল আবেদন অনতিবিলম্বে সৌমেনদের লাগাম টেনে ধরুন। না হলে এবার কাউকে ছাড়বে না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।