Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে বিশেষ লকডাউন চলছে, লোক সমাগম কমে গেছে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৬ পিএম

নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নের দ্বিতীয় দফায় বিশেষ লকডাউন চলছে। প্রয়োজন ব্যতীত লোকজন ঘর থেকে বের হচ্ছে না। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভার বিশেষ উদ্যোগে মাইকিং করে জনসাধারণকে বিশেষভাবে সচেতন করা হচ্ছে।

প্রথম দফার চাইতে দ্বিতীয় দফায় বিশেষ লকডাউনে সড়ক ও হাটবাজারে লোক সমাগম অনেকটা কমে গেছে। বিশেষ প্রয়োজন ব্যতীত লোকজন ঘর থেকে বের হচ্ছে না। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে ঢাকা রুটে যাত্রিবাহী বাস চলাচল করছে।

দ্বিতীয় দফায় বিশেষ লকডাউনকরোনা সংক্রমণ কিছুটা কমে গেছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন চিকিৎসক জানান, বিশেষ লকডাউনে কিছুটা কাজ হয়েছে। আক্রান্তের সংখ্যাও কিছুটা হ্রাস পেয়েছে। জনসাধারণের সচেতনতার ওপর নির্ভর করছে করোনা সংক্রমণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ