বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদরে মঙ্গলবার সকাল থেকে ৭ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে তিন ঘন্টাব্যাপী করোনা প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি’র সভাপতিত্বে, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ আবদুল কুদ্দুস, চেম্বার সভাপতি সুজা উর রব চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভাচ্যুয়ালি অংশ নিয়ে পরামর্শ প্রদান করেন হুইপ ইকবালুর রহিম, করোনা মনিটরিংয়ের সমন্বিত দায়িত্বে থাকা ধর্ম সচিব নুরুল ইসলাম।
সভা শেষে জেলা প্রশাসক জানান, সংক্রমন বেড়ে যাওয়ায় মঙ্গলবার সকাল ৬ টা থেকে ২১ জুন মধ্যরাত পর্যন্ত সাত দিনের লোকডাউনের নীতিগত স্বিদ্ধান্ত হয়েছে। এ সময় ঔষধ এবং জরুরী পণ্য বিক্রি ও পরিবহন ছাড়া সকল কিছুই বন্ধ থাকবে। লোকডাউনের আগে সাধারন মানুষের সুবির্ধাতে ব্যাপক প্রচারনা চালানো হবে সোমবার।
উল্লেখ্য রবিবার এক দিনেই দিনাজপুরে ৫জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় দিনাজপুরে নুতন করে আরো ৪৫ জন আক্রান্ত হয়েছে। জেলায় শতাংশ হিসাবে এই হার ৩২ দশমিক ১৪। কেবলমাত্র সদরেই সংক্রমনের হার ৭০ শতাংশের বেশী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।