Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোয় কার খেলা কখন?

পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ৫:০৩ পিএম

প্রাথমিকভাবে ইউরোপের ১২টি শহরে ৫১ ম্যাচের আসরটি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। সেভাবেই এগিয়ে নেওয়া হচ্ছিল সবকিছু; কিন্তু গত বছরের শুরুর দিকে সারা বিশ্বে মহামারী রূপ নেয় কোভিড-১৯। টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয় এক বছরের জন্য। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই -ইউরো ২০২০।

পুরনো সেই পরিকল্পনায় বদল আনা হয়নি। বরং কঠিন পরিস্থিতিতেও মাঠে দর্শক উপস্থিতি নিশ্চিত রাখতে শেষ মুহূর্তে স্বাগতিক শহরের তালিকা থেকে কাটা পড়েছে আয়ারল্যান্ডের ডাবলিন। ওই শহরে নির্ধারিত ম্যাচগুলো ভাগ করে দেওয়া হয়েছে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ ও লন্ডনের ওয়েম্বলিতে। সব মিলিয়ে ১১টি শহরে হচ্ছে এবারের খেলা।

২৪টি দলের ৫১টি ম্যাচ হবে ১১টি ভেন্যুতে- এবারের মহামারীকালের ইউরোর মাহাত্ব বোঝাতে এরচেয়ে বেশি কিছুর কি আর প্রয়োজন আছে? এক নজরে দেখে নিন কোন দলের মাচ কথন-

ইউরো ২০২০ সূচি

কোন গ্রুপে কারা
গ্রুপ ‘এ’ : ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, ওয়েলশ
গ্রুপ ‘বি’ : বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, রাশিয়া
গ্রুপ ‘সি’ : অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, মেসেডোনিয়া, ইউক্রেন
গ্রুপ ‘ডি’ : ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ ‘ই’ : পোল্যান্ড, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন
গ্রুপ ‘এফ’ : ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, পর্তুগাল

গ্রুপ পর্ব
তারিখ সময় ম্যাচ ভেন্যু
১১ জুন রাত ১টা তুরস্ক-ইতালি অলিম্পিক
১২ জুন সন্ধ্যা ৭টা ওয়েলশ-সুইজারল্যান্ড বাকু
১২ জুন রাত ১০টা ডেনমার্ক-ফিনল্যান্ড পার্কেন
১২ জুন রাত ১টা বেলজিয়াম-রাশিয়া ক্রেস্তোভস্তি
১৩ জুন সন্ধ্যা ৭টা ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ওয়েম্বলি
১৩ জুন রাত ১০টা অস্ট্রিয়া-মেসেডোনিয়া ন্যাশনাল
১৩ জুন রাত ১টা নেদারল্যান্ডস-ইউক্রেন আমস্টারডাম
১৪ জুন সন্ধ্যা ৭টা স্কটল্যান্ড-চেক প্রজাতন্ত্র হাম্পডেন
১৪ জুন রাত ১০টা পোল্যান্ড-স্লোভাকিয়া ক্রেস্তোভস্কি
১৪ জুন রাত ১টা স্পেন-সুইডেন কার্তুজা
১৫ জুন সন্ধ্যা ৭টা হাঙ্গেরি-পর্তুগাল পুস্কাস
১৫ জুন রাত ১টা ফ্রান্স-জার্মানি আলিয়াঞ্জ
১৬ জুন সন্ধ্যা ৭টা ফিনল্যান্ড-রাশিয়া ক্রেস্তোভস্কি
১৬ জুন রাত ১০টা তুরস্ক-ওয়েলশ বাকু
১৬ জুন রাত ১টা ইতালি-সুইজারল্যান্ড অলিম্পিক
১৭ জুন সন্ধ্যা ৭টা ইউক্রেন-মেসেডোনিয়া ন্যাশনাল
১৭ জুন রাত ১০টা ডেনমার্ক-বেলজিয়াম পার্কেন
১৭ জুন রাত ১টা নেদারল্যান্ডস-অস্ট্রিয়া আমস্টারডাম
১৮ জুন সন্ধ্যা ৭টা সুইডেন-স্লোভাকিয়া ক্রেস্তোভস্কি
১৮ জুন রাত ১০টা ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্র হাম্পডেন
১৮ জুন রাত ১টা ইংল্যান্ড-স্কটল্যান্ড ওয়েম্বলি
১৯ জুন সন্ধ্যা ৭টা হাঙ্গেরি-ফ্রান্স পুস্কাস
১৯ জুন রাত ১০টা পর্তুগাল-জার্মানি আলিয়াঞ্জ
১৯ জুন রাত ১টা স্পেন-পোল্যান্ড কার্তুজা
২০ জুন রাত ১০টা ইতালি-ওয়েলশ অলিম্পিক
২০ জুন রাত ১০টা সুইজারল্যান্ড-তুরস্ক বাকু
২১ জুন রাত ১০টা ইউক্রেন-অস্ট্রিয়া ন্যাশনাল
২১ জুন রাত ১০টা মেসেডোনিয়া-নেদারল্যান্ডস আমস্টারডাম
২১ জুন রাত ১টা রাশিয়া-ডেনমার্ক পার্কেন
২১ জুন রাত ১টা ফিনল্যান্ড-বেলজিয়াম ক্রেস্তোভস্কি
২২ জুন রাত ১টা ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড হাম্পেন
২২ জুন রাত ১টা চেক প্রজাতন্ত্র-ইংল্যান্ড ওয়েম্বলি
২৩ জুন রাত ১০টা সুইডেন-পোল্যান্ড ক্রেস্তোভস্কি
২৩ জুন রাত ১০টা স্লোভাকিয়া-স্পেন কার্তুজা
২৩ জুন রাত ১টা পর্তুগাল-ফ্রান্স পুস্কাস
২৩ জুন রাত ১টা জার্মানি-হাঙ্গেরি আলিয়াঞ্জ

নকআউট পর্ব (প্রতিপক্ষ নির্ধাতির হয়নি)
২৬ থেকে ২৯ জুন রাউন্ড অব সিক্সটিন
২ ও ৩ জুলাই কোয়ার্টার ফাইনাল
৬ ও ৭ জুলাই সেমিফাইনালস
১১ জুলাই রাত ১টা ফাইনাল, ওয়েম্বলি
*বাংলাদেশ সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপিয়ান ফুটবল

৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ