Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ

ভেঙ্গে দয়া হল বিবাহের জমায়েত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ২:২২ পিএম

মাগুরায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। যার মধ্যে জেলায় বিবাহসহ সামাজিক অনুষ্ঠানে গণজমায়েত, রাজনৈতিক সভাসমাবেশ এর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরোপিত বিধিনিষেধের আওতায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর নির্দেশে শুক্রবার মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে এক বিয়ে অনুষ্ঠানে বরপক্ষ, কন্যা পক্ষের উপস্থিতি, খানাপিনা বন্ধ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করে বিবাহের জমায়েত বন্ধ করে স্বল্প পরিসরে মাত্র কয়েক জনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুযোগ দেন। তবে তা হতে হবে স্বাস্থ্যবিধি মেনে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ