Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদুল আকসা : মুসলমানদের প্রথম কিবলা

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৪ এএম

হযরত মুসা (আ.) ও হযরত হারুন (আ.)-এর পরবর্তী নবি হলেন হযরত ইউশা বিন নুন (আ.)। তিনি বনি ইসরাইলের পরবর্তী বংশধরদেরকে নিয়ে জেরুজালেমে পৌঁছেন। তিনি তাঁর বাহিনী নিয়ে বায়তুল মুকাদ্দাস অবরোধ করেন এবং বিজয়ীর বেশে সেখানে প্রবেশ করেন। হযরত ইউশা বিন নুন (আ.)-এর পরবর্তী সময়ে আমালিকা সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাইলের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে জেরুজালেমের অধিকাংশ এলাকা কেড়ে নেয়। পরবর্তীতে হযরত দাউদ (আ.) জেরুজালেম শহর দখল করেন। হযরত দাউদ (আ.)-এর ইন্তিকালের পর তাঁর সন্তান হযরত সুলায়মান (আ.) জেরুজালেমের শাসনভার গ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ১০০৪ সালে আল আকসা মসজিদের পুণর্নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণে ৩০ হাজার শ্রমিকের সাত বছর সময় লেগেছিল। তিনি খুবই সুন্দর ডিজাইনে মসজিদটি নির্মান করেন। পরবর্তীতে বিভিন্ন শাসকের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বর, মেহরাব ও অভ্যন্তরীণ কাঠামো।
৬৩৮ খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর খিলাফতকালে সাহাবি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ (রা.)-এর নেতৃত্বে সমগ্র বায়তুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের দখলে আসার পর মুসলিম শাসকরা কয়েকবার এ মসজিদের সংস্কার করেন। কিন্তু ১০৯৯ সালের ১৫ জুলাই খ্রিস্টান সেনাপতি গডফ্রে ডিবো ইউনের নেতৃত্বে খ্রিস্টান ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নেয়ার পর আল আকসা মসজিদের ব্যাপক পরিবর্তন করে একে গীর্জায় পরিণত করে। ক্রুসেডাররা প্রচন্ড উন্মত্ততা সহকারে জেরুজালেমে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র আল কুদস। তারা মসজিদুল আকসাকে গীর্জায় রূপান্তরিত করে এবং মসজিদের গম্বুজের উপরে ক্রুশ স্থাপন করে এর নাম রাখে ‘সুলায়মানি উপাসনালয়’। মসজিদের এক অংশকে ঘোড়ার আঁস্তাবল বানায় এবং অন্য অংশে নিজেদের থাকার ব্যবস্থা করে।
এভাবেই আল কুদসে ৪৬২ বছরের মুসলিম শাসনের পতন ঘটে। এরপর দীর্ঘ প্রতীক্ষা, পরাধীনতার শিকল ভেঙে মাথা তুলে দাঁড়ানোর জন্য মুসলিম মিল্লাত অপেক্ষা করেছিল একজন মুক্তিদূতের। এরপর ১১৮৭ সালে হিত্তিনের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মুসলিম বীর সুলতান সালাহউদ্দিন আইউবি (রহ.) জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন। এ সময়ে পূর্বের নকশা অনুযায়ী আল আকসা মসজিদের পুণর্নির্মাণ করা হয়।
মসজিদটিতে ২ টি বড় এবং ১০ টি ছোট গম্বুজ রয়েছে। এ মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সিসা এবং মার্বেলসহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক এ মসজিদটির আয়তন সাড়ে তিন হাজার বর্গমিটার। এ মসজিদে পাঁচ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
সুলতান সালাহউদ্দিন আইউবি (রহ.)-এর হাতে পরাজিত হওয়ার পর খ্রিস্ট শক্তি পিছু হটলেও ইহুদি চক্র বায়তুল মুকাদ্দাসের দিকে লোলুপ দৃষ্টি রাখে। তারা ফিলিস্তিন থেকে নিয়ে সুদূর মদিনা পর্যন্ত সমগ্র মুসলিম এলাকা নিয়ে বৃহত্তর ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করে বসে। ১৯৪৮ সালের ১৫ মে বিশ্ব মোড়লদের চক্রান্তে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অভিশপ্ত ইসরাইল নামক রা’্ররে জন্ম হয়। ১৯৬৭ সালের জুন মাসে মাত্র ছয় দিনের যুদ্ধে মিসর, সিরিয়া, জর্ডান ও ইরাক এই চারটি আরব দেশের প্রতিরোধ ব্যূহ ধ্বংস করে ইসরাইল পূর্ব আল কুদস , পশ্চিম তীর, গাজা ও গোলান মালভূমি দখল করে নেয়।
বর্তমানে ইহুদিবাদি ইসরাইল ঐতিহাসিক এই মসজিদটি দখল করে রেখেছে। ১৯৬৯ সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসংযোগও করেছিল।
বর্তমানে এ মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত। ইসরাইলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে। আবার অনেক সময় বাঁধাও দেওয়া হয়। এই বিধি-নিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তন করা হয়। কখনো শুধু জুমুআর সালাতের সময় বিধি-নিষেধ আরোপ করা হয়। গাজার অধিবাসীদের জন্য বিধি-নিষেধ অনেক বেশি কঠোর। ইসরাইল সরকারের দাবি, নিরাপত্তার কারণে বিধি-নিষেধ আরোপ করা হয়।
ঐতিহাসিকভাবেই মসজিদুল আকসা মুসলমানদের পবিত্র স্থান। হযরত দাউদ (আ.) ও হযরত সুলায়মান (আ.) হযরত মুসা (আ.)-এর পরবর্তী নবি ছিলেন। ইসলাম সকল নবির উপর ইমান আনার নির্দেশ দিয়েছে। তাই হযরত সুলায়মান (আ.) কর্তৃক নির্মিত মসজিদুল আকসা আজ মুসলমানদেরই স্বাভাবিক উত্তরাধিকার। সেখানে ইহুদিদের ধর্মীয়, ঐতিহাসিক ও রাজনৈতিক অধিকার কিংবা ঐতিহ্যের আবদার চলে না। কেননা হযরত সুলায়মান (আ.) ইহুদিদের সরাসরি নবি ছিলেন না। বরং মুসলমানরাই হযরত সুলায়মান (আ.)-এর যথার্থ উত্তরাধিকারী। তাছাড়া হযরত মুসা (আ.)-এর উপর তুর পাহাড়ে তাওরাত নাযিল হলেও তিনি ফিলিস্তিনে বাস করেননি এবং ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে তা সম্ভবও হয়নি। সে কারণে ‘জেরুজালেম তাওরাত কিংবা ইহুদিদের ভূমি’ সংক্রান্ত ইসরাইলি দাবি সম্পূর্ণ অর্থহীন। বরং মহানবি হযরত মুহাম্মদ (সা.) বায়তুল মুকাদ্দাস থেকে মিরাজে গমন করার কারণে তা ইসলামেরই পবিত্র স্থান ও পুণ্যভূমি।



 

Show all comments
  • yasin ১৫ জুন, ২০২১, ৯:৪৪ পিএম says : 0
    Yes
    Total Reply(0) Reply
  • yasin ১৫ জুন, ২০২১, ৯:৪৫ পিএম says : 0
    Raight Document
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ