Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসির বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০০ এএম

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গাছ নিধনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে ১৫টি প্রতিষ্ঠান। এসময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসির বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রির অভিযোগ তোলা হয়। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মাভাবিপ্রবি ছাড়াও মওলানা হামিদ খান ভাসানীর নামে প্রতিষ্ঠিত আরো ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছকাটাসহ নানা অনিয়ম তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন অনিয়মতান্ত্রিকভাবে মওলানা ভাসানীর প্রতিষ্ঠিত অন্যান্য ৭টি প্রতিষ্ঠানের ৫১টি গাছ কেটে বিক্রি করেন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা। প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে সেসব গাছকাটা বন্ধের দাবি জানান তারা। এছাড়াও মানববন্ধনের যেসব গাছকাটা হয়েছে সেগুলো বিক্রির টাকা সরকারের কোষাগারে দেয়ার দাবিও জানানো হয়। ভিসি যেন স্থানীয় পরিবেশ নষ্ট না করে এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এসময় গাছকাটা বন্ধ না করলে জোড়ালো আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, মওলানা আব্দুল হামীদ খান ভাসানীর নাতি হাসমত খান ভাসানী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি বুলবুল খান মাহবুব, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সিপিবির সভাপতি আব্দুর রাজ্জাক, মানবাধিকার কর্মী আব্দুল গণি আল-রুহি, ভাসানী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ